*অগ্নি কন্যা* আগ্নেয় গিরির লাভা নিস্মৃত

*অগ্নি কন্যা*



আগ্নেয় গিরির লাভা নিস্মৃত
         এক জলন্ত অগ্নি শিখা,
পুরুষ শাসিত সমাজে র বুকে
         অকম্পিত সেই নারীর পা।
বুক ভরা সাহস
    দীর্ঘ সংগ্রামের পথে,
আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন
     নিজ ধ্বজা হাতে।
আন্দোলন শুধু আন্দোলন...
     রক্ত ঝরিয়েছেন বারে বারে
অবশেষে জয়ের ধ্বজা হাতে
      দাঁড়ালেন মাথা উঁচু করে।
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর
     শিরোপা নিলেন কেড়ে
সমস্ত দুর্গম দুর্ভেদ্য বাঁধা
     পিছনে ফেলে।
পশ্চিমবঙ্গের সর্বময় কর্তৃ
    হয়েছেন এক সাহসী কন্যা
কারোর কাছে মেয়ে কারোর দিদি, কারোর মা
     সর্বময় তিনি ধন্যা ধন্যা।
বঙ্গের নাম বিশ্ব দরবারে 
      বিবিধ প্রকল্প দ্বারা,
সবুজ সাথী, যুবশ্রী, সুকন্যা....
        কন্যাশ্রী র জন্য গর্বিত মোরা।
গ্রামে গ্রামে আলো 
      ইট কংক্রিটের রাস্তা,
সুসজ্জিত আমাদের মহানগরী
      আনন্দের শহর কলকাতা।
নারী তুমি অবহেলিত, শোষিত
       তুমি নও বঞ্চিত
তোমাতে শক্তি,সাহস..
       বিশ্ব জয়ের ক্ষমতা সঞ্চিত।
জনসমুদ্রের সর্বেসর্বা এক নারী
      এক অসাধারণ কন্যা
তিনি সাহসিনী আন্দোলন কারিনি
      তিনি অগ্নিকন্যা।

 ~~~~~ Iran ~~~~

পারি না ভালো লিখতে কবিতা তবুও লেখার চেষ্টা করলাম|!